১৩ জুলাই ২০২৫ তারিখে যানবাহন কর্তৃক মানমাত্রাতিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা জেলার আমিন বাজার এলাকায় ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪ টি মামলার মাধ্যমে ১৬,০০০/- (ষোল হাজার টাকা মা্ত্র) জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং কয়েকটি পরিবহনের চালককে সতর্ক করা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে শব্দদূষণ বিরোধী অভিযানে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বান্দরবান, নীলফামারী ও ঢাকা জেলার আমিন বাজার এলাকায় ০৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৮ টি মামলার মাধ্যমে ১০,৫০০/-(দশ হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ১৫ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লংঘন করায় জামালপুর, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও নারায়ণগঞ্জ জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করায় ০৪ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৬ টি মামলার মাধ্যমে ২৬,২০০/- (ছাব্বিশ হাজার দুইশত হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৭৭৪ কেজি পলিথিন জব্দ করা হয়।